Banglasahitta

Welcome to Banglasahitta

One Step to the Heart

Banglasahitta
Banglasahitta

Welcome to Banglasahitta

One Step to the Heart

Banglasahitta

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভূমিকা কে লেখেন?

উ: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

২. নৌকা খণ্ডে কটি পদ আছে?

উ: ৩০

৩. বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি?

উ: ‘শ্রীকৃষ্ণকীর্তন’

৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভাষা কোন যুগের?

উ: আদি মধ্য যুগ

৫. কাব্যে রাধার স্বামীর নাম কী?

উ: অভিমন্যু

৬. বড়ু চণ্ডীদাস ভনিতা কত বার আছে?

উ: ৪৩

৭. “রাধাবিরহ” অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন কে?

উ: বিমানবিহারী মজুমদার

৮. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের কততম গ্ৰন্থ ?

উ: ২

৯. এই কাব্যের মোট পদ কত?

উ: ৪১৮

১০. কাব্যটি কিসের উপর লেখা?

উ: তুলোট কাগজ

১১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে?

উ: ঝুমুর

১২. রাধার বাবা কে?

উ: সাগর

১৩. ছত্র ধর কাহ্নাঞিঁ দিবোঁ সুরতি” কত সংখ্যক পদ?

উ: ২০৯

১৪. ‘ললাট লিখিত খন্ডন না জাএ’ কোন খণ্ডের অংশ?

উ: দান খণ্ড

১৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা কত?

উ: ১৩

১৬. বড়ু চণ্ডীদাস কোথাকার বাসিন্দা?

উ: বাঁকুড়ার ছাতনা

১৭. এই কাব্যে কতগুলি রাগরাগিণী আছে?

উ: ৩২

১৮. শ্ৰীকৃষ্ণকীর্তন কাব্যটির নাম রাধাকৃষ্ণের ধামালী রাখার প্রস্তাব কে করেন?

উ: বিমানবিহারী মজুমদার

১৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল কত?

উ: ১৯১৬

২০. “দেখিল কোকিল বেল গাছের উপরে। আর তিল কাক তাক ভখিতেঁ না পারে।।- কোন খণ্ডের অংশ ?

উ: দান খণ্ড

২১. শ্রীকৃষ্ণকীর্তন এর সংস্কৃত শ্লোক সংখ্যা কত?

উ: ১৬১

২২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে অনন্ত চন্ডীদাস ভনিতা কত বার আছে ?

উ: ৭

২৩. ‘হরিণ নিজের মাংসের জন্য নিজেই নিজের শত্রু’ – এই অর্থবোধক প্রবাদটি কতবার ব্যবহৃত হয়েছে ?

উ: ৩

২৪. শ্ৰীকৃষ্ণকীর্তন প্রকাশের পর সম্পাদক এক খন্ড বই কাকে উপহার দিয়েছিলেন? এবং বইয়ের প্রথম পৃষ্ঠায় স্বহস্তে কী লিখেছিলেন ?

উ: রবীন্দ্রনাথ ঠাকুর কে। লিখেছিলেন – “কবিকুল-রবি শ্রীযুক্ত স্যার রবীন্দ্রনাথ ঠাকুরকে টি, ডি এন্ আই টি মহাশয়ের শ্রীকরকমলে – শ্রীবসন্ত রায়।”

২৫. কাব্যের বৃহত্তম খন্ডের নাম কি?

উ: দান

২৬. গাইল বড়ু চণ্ডীদাস – ভণিতা কত বার আছে?

উ: ২৯৮

২৭. কাব্যটি কত সালে আবিষ্কৃত?

উ: ১৯০৯

২৮. কাব্যটি কোথা থেকে পাওয়া যায়?

উ: কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ি থেকে

২৯. শ্ৰীকৃষ্ণসন্দর্ভ গ্রন্থটির রচয়িতা কে?

উ: শ্রীজীব গোস্বামী

৩০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পৌরাণিক চরিত্র কে কে?

উ: মহাদেব সুগ্রীব গোড়ুর পান্ডু যুধিষ্ঠির

৩১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম কি?

উ: শ্রীকৃষ্ণসন্দর্ভ

৩২. কাব্যের লিপিকার কে?

উ: রাখালদাস বন্দ্যোপাধ্যায়

৩৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায়?

উ: শৃঙ্গার রস

৩৪. ভাগবতের রাস কোন খন্ডকে বলা হয়?

উ: বৃন্দবন খণ্ড

৩৫. রাধার শ্বশুর আর শ্বাশুরীর নাম কি?

উ: জল ও জটিলা

৩৬. বর্তমান কাব্যের এ কোন সংস্করণটি মুদ্রিত আকারে দেখা যায়?

উ: ৪

৩৭. কাব্য কাহিনীর শুরু হয় কোন ঋতুতে?

উ: বসন্ত

৩৮. কাব্যের প্রথম পদে কার কথা ব্যক্ত হয়েছে?

উ: পৃথিবী

৩৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?

উ: ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।

৪০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যোর পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকূটে কার নাম ও কত সনের উল্লেখ রয়েছে?

উ: পঞ্চানন, ১০৮৯ সন

৪১. কাব্যে উল্লেখিত কয়েকটি ফুলের নাম কী?

উ: মালতী, বাসক, করবী, চাঁপা, ছাতিম, পিপলি, বাতকী, শিরিষ

৪২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কী নাম ছিল?

উ: শ্রীকৃষ্ণসন্দর্ভ

৪৩. প্রথম পৃথিবীর কথা বলা আছে কোন কাব্যে ?

উ: শ্রীকৃষ্ণকীর্তনকাব্যে

৪৪. এই কাব্যে সবচেয়ে ব্যবহৃত রাগের নাম কি ?

উ: পাহাড়িয়া

৪৫. কোন কোন খণ্ডে রাধাকৃষ্ণ মিলন সংঘটিত হয়?

উ: ৫ টি। দান, নৌকা, বৃন্দাবন, বাণ ও রাধা বিরহ

৪৬. কোন ঋতুতে কাব্যের সমাপ্তি হয়?

উ: শরৎ

৪৭. মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?

উ: শ্রীকৃষ্ণকীর্তনকাব্য

৪৮. রামগিরী রাগে কতগুলি পদ রচিত?

উ: ৫৪

৪৯. এই কাব্যে কয়টি খণ্ড আছে?

উ: ১৩

৫০. ‘রাধিকা থাকিলি বসি আপনার ঘরে’- কার উক্তি ?

উ: বড়াই

৫১. তাম্বুলখন্ডে রাধার বয়স কত?

উ: ১১ বছর

৫২. রাধা কিসের প্রতীক?

উ: জীবাত্মার

৫৩. কে কোন গ্রন্থে প্রথম প্রমাণ করেন যে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন ?

উ: সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ODBL গ্রন্থে।

৫৪. প্রাচীন কোন গ্রন্থে শ্রীকৃষ্ণকীর্তনের উল্লেখ আছে?

উ: বৈষ্ণবতোষিণী

৫৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সঙ্গে লোকগীতের কোন ধারার নৈকট্য বর্তমান?

উ: ঝুমুর

৫৬. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন ৩ টি তালের নাম লেখ?

উ: একতালা, যতি, আঠতালা

৫৭. শ্ৰীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন ৪ টি রাগের নাম উল্লেখ কর।

উ: কেদার, মল্লার, ভৈরবী, বসন্ত প্রভৃতি।

৫৮. এই কাব্যকে শ্রীকৃষ্ণধামালী কে নাম দেন?

উ: বিমানবিহারী

৫৯. ‘মাকড়ের যোগ্য কভোঁ নহে গজুমতী’ – প্রবচনটি কোন খন্ডের?

উ: দান খন্ড ১৩০ সংখ্যক পদ

৬০. কৃষ্ণ ও রাধার স্বর্গীয় নাম কী কী?

উ: বিষ্ণু ও লক্ষ্মী

৬১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ভাগবতের প্রভাব আছে কোন খণ্ডে?

উ: বৃন্দাবন খণ্ড

৬২. কাব্যে কৃষ্ণ ও রাধার পারস্পরিক কথোপকথনের সূচনা হয় কোন্ খন্ড থেকে?

উ: দান

৬৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল উৎস রূপে কোন গ্রন্থগুলিকে নির্দেশ করা হয়?

উ: ভাগবত, বিষ্ণুপুরান, হরিবংশ, ব্রহ্মবৈবর্তপুরাণ

৬৪. বন পোড়ে আগ বড়ায়ি জগজনে জাণী/ মোর মন পোড়ে যে কুম্ভারের পণী। কোন্ খন্ডে কত সংখ্যক পদে আছে?

উ: বংশী খন্ড ১৩০ সংখ্যক পদে আছে

৬৫. মধ্যযুগে মোট কতজন চন্ডীদাসের অস্তিত্বের কথা জানা যায়?

উ: ৪

৬৬. কাব্যে ব্যবহৃত দুটি ব্রজবুলি শব্দ কি কি?

উ: পুনমী, জানল।

৬৭. কাব্যে রাধার বয়স কত জানা যায়?

উ: ১১

৬৮. কাব্যটির পুঁথিতে কত রকমের হস্তাক্ষর আছে?

উ: ৩

৬৯. বসন্তরঞ্জন তাঁর জীবদ্দশায় এই কাব্যের কটি সংস্করন প্রকাশ করেন?

উত্তর ৪

৭০. কাব্যে কত প্রকার প্রয়ার আছে?

উত্তর ৭

৭১. এই গ্রন্থের মূল্য নিরুপণ যথাযথভাবে হয়েছে বলে মনে হয় না, হলে এর আরো অনেক বেশি সমাদর হয় আমাদের দেশে। এ গ্রন্থটি কী কাব্য, কী সংগীত, কী গীতিনাট্য সবদিক থেকেই রীতিমতো গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রাচীন সংগীতকলার অত্যুৎকৃষ্ট প্রচেষ্টার পরিচায়ক- কথাটি কার?

উ: রাজেশ্বর মিত্র

৭২. বলরাম কৃষ্ণের পূর্বজন্মের কথা বলেছিলেন কোন খন্ডে?

উ: কালীয়দমন খন্ডে

৭৩. শ্ৰীকৃষ্ণসন্দর্ভ নামটি কে গ্রহন করতে চান?

উ: অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

৭৪. শ্ৰীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনীর বিস্তৃতি কত দূর পর্যন্ত?

উ: মথুরা গমন

৭৫. শ্রীকৃষ্ণকীর্তনের ভূমিকা কে লেখেন?

উ: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

৭৬. রাধাবিরহ “খন্ড” না হয়ে “অংশ “নামাঙ্কিত কেন?

উ: প্ৰক্ষিপ্ত

৭৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহৃত “ঘড়ী” শব্দের রবীন্দ্রনাথ কোন অর্থ করেছিলেন?

উ: ঘট

৭৮. বড়ু চণ্ডীদাস কে কে আদিতম চন্ডীদাস বলেছেন?

উ: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মুখবন্ধ ও লিপিকাল কে রচনা করেন।

৮০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মুখবন্ধ ও লিপিকাল কে রচনা করেন?

উ: মুখবন্ধ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। লিপিকাল – রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

৮১. শ্রীকৃষ্ণসন্দর্ভ নামটি প্রথম প্রস্তাব করেন কে?

উ: নলিনীনাথ দাশগুপ্ত

৮২. দানখণ্ড আর বাণখণ্ড কোন্ পূরাণ থেকে নেওয়া?

উ: গীতগোবিন্দম্

৮৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল ছন্দ কী?

উ: মিশ্রবৃত্ত

৮৪. রাধাবিরহ সংক্ষিপ্ত – কে বলেছেন?

উ: বিমানবিহারী মজুমদার

৮৫. শ্রীকৃষ্ণকীর্তন পুঁথির লেখা কয়টি হাতের?

উ: প্রধাণত ২ টি। ৩য় হাতের লেখা ১ম হাতের অনুকরণ মতে এটা ৩, ১৭৮ পৃষ্ঠা (বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সমগ্র’) হতে পারে। কিন্তু অমিত্রসূদন ভট্টাচার্য-এর

৮৬. “শ্রীকৃষ্ণকীর্তনে শব্দদ্বৈতের ব্যবহারের প্রাচুর্য লক্ষ্য করিবার মতো”- এমন কয়েকটি শব্দদ্বৈতের উল্লেখ করুন।

উ: নিতি নিতি, মনে মনে ইত্যাদি।

৮৭. বড়ু কবি ‘নেহা’ শব্দটিকে কাব্যে কোন অর্থে ব্যবহার করেছেন ?

উ: প্ৰেম

৮৮. “যেখানে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য শেষ সেখানে বৈষ্ণব পদাবলী শুরু” উক্তিটি কার?

উ: প্রমথনাথ বিশী

৮৯. কৃষ্ণের পালিত মা কে?

উ: যশোদা

৯০. কাব্যের প্রথম পদে কাদের কথা আছে?

উ: রাধা ও বড়াই

৯১. বড়ু চণ্ডীদাস নামটিতে ‘বড়ু’ কথাটির অর্থ কী?

উ: ব্ৰাহ্মণ

৯২. কাব্যে কি কি ছন্দ ব্যবহৃত হয়েছে?

উ: অনুষ্টুপ, পয়ার, ত্রিপদী, পাটিকা, ও মিশ্রকলাবৃও

৯৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কিসের কাব্য?

উ: লৌকিক প্রেমের কাব্য

৯৪. ‘কান্ত পাহুন কাম দারুন’- এখানে ‘পাহুন’ শব্দের অর্থ কী?

উ: ‘পাহুন’ কথার অর্থ ‘প্রবাসী’

৯৫. কৃষ্ণকে তাম্বুলের সাথে কি ফুল পাঠিয়েছিল?

উ: চম্পা ও নাগকেশর

৯৬. দান খণ্ডে কৃষ্ণ কত পণ দান চেয়েছিলেন?

উ: ১৬

৯৭. কাব্যে কোন গাছের কথা বলা হয়েছে ?

উ: কদম

৯৮. শ্রীকৃষ্ণকীর্তন ও চর্যাপদে আছে এমন রাগের নাম কী ?

উ: পটমঞ্জরী

৯৯. কোন কোন খণ্ডের পুঁথি খণ্ডিত?

উ: জন্ম ও রাধাবিরহ

১০০. সবচেয়ে কম পদ আছে কোন খণ্ডে?

উ: হার খণ্ড

আরো পড়ুন: (বিষয়ের ঊপর ক্লিক করুন)

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড পরিচয় দাও

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো

বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা কর

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে লিখুন

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নামকরণ প্রসঙ্গে লিখুন

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কবি বড়ু চণ্ডীদাস সম্পর্কে লিখুন

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য অবলম্বনে সমকালীন সমাজ বাস্তবতা ও সংস্কৃতির পরিচয়

আর্টিকেল’টি ভালো লাগলে আপনার ফেইসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে দিন অথবা পোস্ট করে রাখুন। তাতে আপনি যেকোনো সময় আর্টিকেলটি খুঁজে পাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে আপনার বন্ধুরাও আর্টিকেলটি পড়ে উপকৃত হবে।

গৌরব রায়

বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, বাংলাদেশ।

লেখকের সাথে যোগাযোগ করতে: ক্লিক করুন

6.7k

SHARES

Related articles

কাজী ইমদাদুল হক এর জীবন ও সাহিত্যকর্ম

কাজী ইমদাদুল হক (৪ নভেম্বর ১৮৮২ – ২০ মার্চ ১৯২৬) ছিলেন ব্রিটিশ ভারতের একজন প্রখ্যাত বাঙালি লেখক, শিক্ষাবিদ, এবং সমাজকর্মী। তার সাহিত্যকর্ম এবং শিক্ষাবিষয়ক অবদানের

Read More

কাজী মোতাহার হোসেন এর জীবন ও সাহিত্যকর্ম

কাজী মোতাহার হোসেন (৩০ জুলাই, ১৮৯৭ – ৯ অক্টোবর, ১৯৮১) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি পরিসংখ্যানবিদ ও সাহিত্যিক। তাঁর পৈতৃক বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগমারা

Read More

ধ্বনিবিজ্ঞান কী বা ধ্বনিবিজ্ঞান কাকে বলে? ধ্বনিবিজ্ঞানের বিভিন্ন শাখার পরিচয় দাও!

ধ্বনিবিজ্ঞান: ধ্বনিবিজ্ঞান হচ্ছে বাক্ ধ্বনির বিশ্লেষণ। বাগ্‌ধ্বনি সম্পর্কে পঠন-পাঠনকে বলা হয় ‘ধ্বনিবিজ্ঞান’। The science, study, analysis and classification of sounds, including the study of their

Read More

ধ্বনিবিজ্ঞান কী? ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের পারস্পারিক সম্পর্ক বিশ্লেষণ কর!

ধ্বনিবিজ্ঞান হচ্ছে বাক ধ্বনির বিশ্লেষণ। The science, study, analysis and classification of sounds, including the study of their production, transmission and perception. অপরদিকে ধ্বনিতত্ত্ব হলো

Read More
Gourab Roy

Gourab Roy

I completed my Honors Degree in Bangla from Shahjalal University of Science & Technology in 2022. Now, I work across multiple genres, combining creativity with an entrepreneurial vision.

বিশ্বসেরা ২০ টি বই রিভিউ

The content is copyright protected.