উত্তর উপনিবেশবাদের সমালোচনা :
১।উত্তর-উপনিবেশিকতা সমালোচনা তাত্ত্বিকরা বলেন যে, উত্তর- উপনিবেশিকতা হচ্ছে একটি ভূতাত্ত্বিক রাজনৈতিক নির্মাণ। উত্তর- উপনিবেশিকতাবাদী তত্ত্বে মধ্যপ্রাচ্যে, দঃ এশিয়া ও আফ্রিকাকে ইউরোপ আমেরিকার বিপরীতে স্থান দিয়ে ভূতাত্ত্বিকভাবে রাজনীতি করা হয়েছে।
২। উত্তর-উপনিবেশবাদী তাত্ত্বিকরা স্থানীয় সংস্কৃতি, রাজনীতি ও সমাজের এমনভাবে চিত্রায়ন করেছেন, যা মূলত জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটাতে সক্ষম। ফলে উত্তর-উপনিবেশবাদী তত্ত্ব যতটা না শোষিতের মনে প্রতিরোধী চেতনা তৈরি করতে সক্ষম, তার চেয়েও বেশি জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিয়ে বিভেদ তৈরি করতে পারে।
৩। রণজিৎ গুহ’র মতে, উত্তর-উপনিবেশিক তাত্ত্বিকরা তৃতীয় বিশ্ব বা শোষিতের জন্য লিখেছেন দাবি করলেও তাদের লেখায় শোষিতের কণ্ঠস্বর থাকেনা। উত্তর-উপনিবেশবাদী তাত্ত্বিকরা মূলত শোষিত তৃতীয় বিশ্ব নিয়ে নিজেদের মতামতই ব্যক্ত করেন,যা উপনিবেশিক তাত্ত্বিকরা করে থাকেন।ফলে শোষিতের কণ্ঠস্বর না উঠে আসলে তার কোন প্রায়োগিক মূল্য থাকে না।
সমাজ, সাহিত্য ও সংস্কৃতির উপর উপনিবেশিক প্রভাবকে তাত্ত্বিকরা মেনে নেয়নি। মানুষের উপনিবেশিক মনস্কতার দর্শন ও মনস্তত্ত্বকে চিনিয়ে দেওয়া এবং তা থেকে মুক্ত করাই ছিল উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকদের লক্ষ্য।
সহায়ক গ্ৰন্থঃ
১. “উপনিবেশবাদ ও উত্তর-ঔপনিবেশিক পাঠ” (২০১১), ফকরুল চৌধুরী সম্পা., আগামী প্রকাশনী।
২. “ক্রিটিক্যাল তত্ত্বচিন্তা” (২০১৮), মাসউদ ইমরান সম্পাদিত, মাওলা ব্রাদার্স।
আরো পড়ুন : (বিষয়ের উপর ক্লিক করুন)
উত্তর উপনিবেশবাদ কী বা উত্তর উপনিবেশবাদ কাকে বলে?
উত্তর উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
উত্তর উপনিবেশবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ
উত্তর উপনিবেশবাদী লেখকদের পরিচয় দিন