প্রকৃতিবাদের মূল বিষয়বস্তুগুলো উল্লেখ করা হলো:
১. প্রকৃতিবাদে প্রকৃতিই চরমসত্তা ও চরমসত্য। প্রাকৃতিক নিয়মই প্রকৃতির চরম চালিকাশক্তি।
২. প্রকৃতির বাইরে সকল বিচারের অস্তিত্ত্ব অস্বীকার করা হয়েছে। অদিপার্থিক বা অব্যিাত্মিক বস্তুর অস্তিত্ত্ব নেই।
৩. প্রকৃতিবাদে প্রকৃতি নৈব্দে ইশ্বরকে আলাদা করা হয়েছ।
৪. স্বভাবতেই অভিজ্ঞতার বাইরে কোন কিছুই জ্ঞানের বিষয় হতে পারে না।
৫. প্রকৃতির মূল্যবোধকে উপলব্ধি করতে হলে ব্যক্তিকে প্রকৃতির সঙ্গে অভিযোজন করে বেঁচে থাকতে হবে।
৬. প্রকৃতিবাদে বৈজ্ঞানিক জ্ঞানই চুড়ান্ত সত্য।
আরো পড়ুন: (বিষয়ের উপর ক্লিক করুন)
প্রকৃতিবাদ কী বা প্রকৃতিবাদ কাকে বলে?
প্রকৃতিবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন
প্রকৃতিবাদের উদ্ভবের ইতিহাস ও ক্রমবিকাশ