সহধ্বনির সংজ্ঞার্থ: মূলধ্বনির বিশ্লেষণযোগ্য বৈচিত্র্যই হচ্ছে সহধ্বনি। মূলধ্বনিকে আমরা পরিবার বিশ্লেষণ করলে সহধ্বনি হলো সেই পরিবারের সদস্য। একটি মূলধ্বনির একাধিক সহধ্বনি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। মূলধ্বনির প্রতিযোগী বা সহযোগী প্রতিটি ধ্বনিকেই সহধ্বনি বলে।
ধ্বনিমূল বা মূলধ্বনি ও সহধ্বনির মধ্যে পার্থক্য
ধ্বনিমূল বা মূলধ্বনি |
সহধ্বনি |
সকল মূলধ্বনিরই একটি নির্দিষ্ট স্থান ও উচ্চারণরীতি আছে। |
কিন্তু সহধ্বনির নির্দিষ্ট কোনো স্থান বা উচ্চারণরীতি নেই। |
মূলধ্বনির প্রয়োগক্ষেত্র ব্যাপক। |
সহধ্বনির প্রয়োগক্ষেত্রও সীমিত। |
ব্যক্তি ও প্রতিবেশগত কারণে বা যেকোনো পরিস্থিতিতে মূলধ্বনি স্থির থাকে। |
অন্যদিকে ব্যক্তি ও প্রতিবেশগত কারণে সহধ্বনি ভিন্ন ভিন্ন হয় থাকে। |
মূলধ্বনির পরিবর্তনে শব্দের অর্থ বদলে যায়৷ |
কিন্তু সহধ্বনির পরিবর্তনে শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না । |
প্রত্যেক ভাষার ধ্বনিমূল- স্পষ্ট, সুনির্ধারিত ও গণনাযোগ্য। |
অপরদিকে প্রত্যেক ভাষার সহধ্বনি অস্পষ্ট, অনির্ধারিত ও অগণনাযোগ্য। |